সংখ্যার খেলা

Posted in CategoryMathematics
  • A
    Admin Tue, Jun 18, 2019 1:32 PM

    সংখ্যাতত্ত্ব একটি অত্যন্ত মজার বিষয়।কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থার কারণেই আমরা এই মজার বিষয় থেকে দূরে থাকি।আসুন কিছু নিছক মজার সংখ্যার মজার বিষয় নিয়ে মেতে উঠি।
    ১)  যে সংখ্যার শেষে ৫ আছে তা কে বর্গ করার পদ্ধতিটা অনেকেরই জানা।এই সকল সংখ্যার শেষে ২৫ বসিয়ে ৫ এর আগে যেই সংখ্যাটা আছে তার পরের ক্রমিক সংখ্যার সাথে গুন করতে হবে।যেমন ৬৫ এর বর্গ = ৪২২৫।
    এখানে শেষ দুই সংখ্যা ২৫ এবং আগের দুই সংখ্যা ৪২ যা কিনা তার প্রথম সংখ্যা ৬ এবং তার পরের সংখ্যা ৭ এর গুণফল।
    তবে এটা কোন অলৌকিক বিষয় না।খেয়াল করুন যেকোন এই ধরণের সঙ্খ্যাকে ১০n+৫ আকারে লেখা যায়।এখানে (১০n+৫)^২=১০০*n^২+১০০n+২৫ =১০০n(n+1)+২৫।(রহস্য উন্মোচিত।:) )
    ২)  এবার কিছু গুন লক্ষ্য করুণ।
    ১১*১১= ১২১
    ১১১*১১১=১২৩২১
    ১১১১*১১১১=১২৩৪২৩১
    ১১১১১*১১১১১=১২৩৪৫৪৩২১
    .............................................
    .............................................
    ১১১১১১১১১*১১১১১১১১১=১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
    কি মজার না।প্রত্যেক বার ই কি সুন্দর প্যাটার্ন এর সংখ্যা পাওয়া যাচ্ছে।এর রহস্য আসুন উন্মোচিত করা যাক।
    চলুন ফিরে যায় ছেলেবেলার গুণ করার পদ্ধতিতে।
    ১ ১ ১
    ১ ১ ১*
    _________
    ১ ১ ১
    ১ ১ ১ *
    ১ ১ ১ *
    _______________
    ১ ২ ৩ ২ ১
    বিষয়টা বোধ করি ধরতে পেরেছেন!!!!!!!!!:)
    আর যে সংখ্যাগুলো গুণফল হিসেবে পাব তার একটি গাল ভরা নাম আছে।টামটা নাম্বার।আসলে যে সব সংখ্যাকে উলটো করে লিখলেও ঐ সংখ্যা পাওয়া যায় তাকে টামটা নাম্বার বলে।
    তবে আজ এই পরজন্তই।সকলে ভাল থাকুন।

Please login or register to leave a response.