লবণে আয়োডিনের উপস্থিতি পরীক্ষা

Posted in CategoryGeneral
  • A
    Admin Tue, Jun 18, 2019 1:33 PM

    লবণ একটি অতি প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন তা আমাদের প্রয়োজন। লবণে আয়োডিন থাকে যা আমাদের দেহের জন্য খুব প্রয়োজনীয়। কিন্তু বাজারে আয়োডিন ছাড়া লবণ অনেক ব্যাবসায়ী আয়োডিন আছে বলে বিক্রি করে। তাই আপনি যদি তা সনাক্ত করতে চান তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে:

     

     

    ১। লবণ ক্রয় করুন।

     

    ২। ভাল লেবু দরকার।

     

    ৩। লেবু সামান্য লবণে কয়েক ফোটা দিন।

     

     

    কিছুক্ষনের মাঝে যদি লবণ যদি নীল না হয় তবে বুঝতে হবে লবণ এ আয়োডিন নেই।

Please login or register to leave a response.