বিপদ সঙ্কেতে লাল আলো ব্যবহার করার কারণ কী?

Posted in CategoryGeneral
  • Z
    Zulfiker Ali Wed, Jun 19, 2019 7:23 AM

     

    লাল আলো ব্যবহারের কারণ 

     

    দৃশ্যমান আলোর মধ্যে লাল  আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশী। বেশী তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বীক্ষেপন কম হয়/। এ কারনে লাল আলো বায়ুমণ্ডলে আওনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে ফলে বিপজ্জনক স্থানে আসার অনেক আগেই গাড়ি চালক লাল আলো দেখে বিপদ সম্পর্কে সতর্ক হতে পারেন। তাই বিপদ সঙ্কেতে সব সময় লাল আলো ব্যবহার করা হয়। 
  • A
    Admin Wed, Jun 19, 2019 9:36 AM

    খুবি সুন্দর

Please login or register to leave a response.