সহজ পদ্ধতিতে সাবান প্রস্তুতি

Posted in CategoryChemistry
  • A
    Admin Tue, Jun 18, 2019 1:41 PM

     
    মাধ্যমিক বিদ্যালয়ে নবম/দশম শ্রেণীতে ব্যাবহারিক ক্লাশে সাবান প্রস্তুত করা হয় । সেখানে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয় । আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে সাবান প্রস্তুত করা যায । এজন্য যা যা প্রয়োজন এবং কার্যপ্রনালী নিচে দেয়া হল :প্রয়োজন :

     

    ·           ছিপিসহ একটি প্লাস্টিকের বোতল ।

     

    ·           একটি ছোট বিকার

     

    ·           তৈল ১০০ মি.লি.(নারিকেল তেল)

     

    ·           সোডিয়াম হাইড্রক্সাইড ১৫ গ্রাম

     

    ·           পানি ৩০ মি.লি.


    কার্যপ্রণালি :প্রথমে একটি বিকারে পানি নিয়ে তার মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভুত করি। সাবধান এসময় তাপ উৎপন্ন হয়ে বিকার গরম হয়ে যাবে । এটাকে কিছুক্ষন ঠান্ডা করার জন্য রেখে দিই । এরপর প্লাস্টিকের বোতলে নারিকেল তেল সম্পূর্ণ ঢেলে নিই । এখন বিকারের দ্রবণটি প্লাস্টিকের বোতলে ভরে বোতলের ছিপি আটকে উত্তমরূপে ঝাকাই । এর পর তা আধা ঘন্টা বা এক ঘন্টা স্থির রেখে দেই । দেখা যাবে বোতলে খুব সুন্দর জমাট বেঁধে সাবান তৈরি হয়েছে । এরপর সাবান সংগ্রহ করি ।

Please login or register to leave a response.