রক্ত কণিকার কাজ কী

Posted in CategoryBiology
  • A
    Admin Tue, Jun 18, 2019 1:30 PM
     
    ১) লোহিত রক্ত কণিকার কাজঃ-
    i.লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে O2  এবং সামান্য CO2  পরিবহন করে ।
    ii. রক্তের সান্দ্রতা রক্ষা করে ।
    iii.হিমোগ্লোবিন ও অন্যান্য আন্তঃকোষীয় বস্তু বাফাররূপে রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে ।
    iv.রক্তে বিলিরুবিন উৎপাদন করে ।
    v.প্লাজমা ঝিল্লীতে এন্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্তের গ্রুপিংয়ের জন্য দায়ী ।

     

     

    ২) শ্বেত রক্ত কনিকার কাজঃ-
    i.মনোসাইট ও নিউট্রিফিল  ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে ।
    ii.
     নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে ।
    iii.দানাদার লিকোসাইট হিস্টাসিন সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
    iv.লিস্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে ।


    ৩)অনুচক্রিকার কাজঃ-
    i.রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেরিয়াল আবরণ পুনর্গঠন করে ।
    ii.
                সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে ।

Please login or register to leave a response.